আলোকবর্তিকার ইভেন্ট

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সামাজিক সংগঠন আলোকবর্তিকা কর্তৃক প্রকাশিতব্য সাহিত্যপত্রিকা 'আনন্দবার্তা'তে লেখা আহ্বান

উল্লেখ্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সৃজনশীল প্রতিভা বিকাশ এর লক্ষ্যে সামাজিক সংগঠন 'আলোকবর্তিকা' একটি সাহিত্যপত্রিকা 'আনন্দবার্তা' প্রকাশ করতে যাচ্ছে।পত্রিকার প্রধান সম্পাদক/আহ্বায়ক মো.সাঈদুল কাদের।পত্রিকায় সকলকেই লেখার জন্য আহ্বান করা হচ্ছে।আপনারা গল্প,কবিতা,ছড়া,স্মৃতিচারণমূলক গল্প,ধাঁধাঁ,কৌতুকসহ যেকোন সৃজনশীলমূলকলেখা লিখতে পারেন।গল্প ১৮০-২০০ শব্দের মধ্যে হতে হবে।যেকোন মননশীল ও গঠনমূলক গল্প বা কবিতা লিখতে পারবেন। আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকেই লিখতে পারেন।লেখা জমা দিতে হবে ২০জুন,২০১৪ এর মধ্যে।পত্রিকা প্রকাশন কমিটির যেকোন সদস্যকে আপনাদের লেখা উক্ত সময় এর মধ্যে জমা দিতে হবে।পত্রিকা প্রকাশন কমিটি যাচাই বাছাই পূর্বক লেখা ছাপানোর ও যেকোন লেখা কারণ দর্শানো ছাড়া বাতিল করার ক্ষমতা রাখে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01684533359,01833766761,01837707155 এই নাম্বার এ।
পত্রিকা প্রকাশন কমিটি :
আহ্বায়ক/সম্পাদক : মো.সাঈদুল কাদের
যুগ্ম আহ্বায়ক : মো.মোস্তাকিম হোসেন
কার্যকরী সদস্য-১ : পূজা চৌধুরী
কার্যকরী সদস্য-২ : তন্ময় নাথ
কার্যকরী সদস্য-৩ : মো.মোকারিমুল হক
এছাড়াও আলোকবর্তিকা সভাপতি দীপ্তনীল দাশ,গোপাল সেন,তানভীর আহমেদ ইমন,সাদিয়া তাসনিম এর সাথেও যোগাযোগ করে লেখা জমা দিতে পারবেন।

No comments:

Post a Comment